জামাতে সম্মিলিত কণ্ঠে যিকির করার বিধান

Posted by Shamil Basaiv on Friday, March 14, 2025

প্রশ্ন: ইমাম যদি বলেন: আয়াতুল কুরসি ও নির্দিষ্ট ৯৯ বার প্রশংসাসূচক যিকির, এরপর লোকেরা তার অনুসরণ করে উচ্চ স্বরে একসঙ্গে পড়ে, তা কি বৈধ?

উত্তর: না, প্রত্যেক ব্যক্তি আলাদাভাবে আল্লাহকে স্মরণ করবে। ইমামের কাজ হলো নামাজ পরিচালনা করা, কিন্তু যিকিরে সবাইকে নেতৃত্ব দেওয়া নয়। প্রত্যেকে ব্যক্তিগতভাবে আল্লাহর যিকির করবে, ইমাম বলবেন আর অন্যরা অনুসরণ করবে—এমন কোনো বিধান নেই।
প্রশ্ন: যদি লোকেরা সম্মিলিতভাবে যিকির করা প্রচলন করে?

উত্তর: তাহলে তাদের সঠিক শিক্ষাদান করা উচিত। ইসলামের নির্দেশনা অনুসারে, প্রত্যেকে একান্তে আল্লাহকে স্মরণ করবে। ইমাম বা অন্য কেউ তাদের শেখানোর জন্য বলতে পারেন: “ভাইগণ, প্রকৃত সুন্নাহ হলো প্রত্যেকে একাকী আল্লাহর যিকির করা, কণ্ঠ মিলিয়ে সম্মিলিতভাবে নয়।” সর্বোত্তম পদ্ধতি হলো প্রত্যেকে নিরবে বা নিচু স্বরে নিজের মতো করে আল্লাহকে স্মরণ করা।