হাসপাতালে জামাতে নামাজ আদায়ের বিধান- শায়েখ বিন বাজ রহিমাহুল্লাহ

Posted by Shamil Basaiv on Friday, March 14, 2025

প্রশ্ন: হাসপাতালে একাধিক জামাত হয় এবং আশপাশে মসজিদও রয়েছে। তাহলে যারা মসজিদের কাছাকাছি অবস্থান করছে, তাদের কি মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে? নাকি হাসপাতালের জামাতেই সন্তুষ্ট থাকা যাবে?

উত্তর: এটি পরিস্থিতিভেদে পৃথক হবে। যারা হাসপাতালে উপস্থিত থাকা বাধ্যতামূলক, যেমন নিরাপত্তারক্ষী ও অনুরূপ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অথবা এমন রোগী যারা মসজিদে যেতে সক্ষম নয়—তাদের মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। তারা তাদের জায়গায় উপস্থিত জামাতের সঙ্গে নামাজ আদায় করবে।

তবে যারা মসজিদে যেতে সক্ষম, তাদের অবশ্যই মসজিদে গিয়ে নামাজ আদায় করা উচিত। শরিয়তের দলিলসমূহের মধ্যে রয়েছে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণী: “যে আজান শুনে এবং (মসজিদে) উপস্থিত হয় না, তার কোনো নামাজ নেই, তবে যদি তার কোনো ওজর থাকে।”

ইবন আব্বাস (রাদিয়াল্লাহু আনহু)-কে জিজ্ঞাসা করা হলে, “ওজর কী?” তিনি বললেন: “ভয় বা অসুস্থতা।” (ইবনে মাজাহ, আদ-দারাকুতনি; ইবন হিব্বান ও আল-হাকিম এই হাদিসকে সহিহ বলেছেন)।

সূত্র: মাজমূ’ ফাতাওয়া ও মা’কালাত আশ-শাইখ ইবনে বাজ (৬/২৯)।