দাড়ি কামানো ব্যক্তির পেছনে নামাজ পড়ার বিধান-শায়েখ বিন বাজ রহিমাহুল্লাহ

Posted by Shamil Basaiv on Monday, March 17, 2025

প্রশ্ন: দাড়ি কামানো ব্যক্তির পেছনে নামাজ পড়া বৈধ কি? দাড়ির কিছু অংশ, যেমন গাল থেকে কামানো, এর বিধান কী?

উত্তর: যদি কোনো ব্যক্তি দাড়ি কামিয়ে ফেলে, বিদআত প্রচার করে, বা প্রকাশ্যে গুনাহের কাজ করে, তাহলে তাকে ইমাম বানানো উচিত নয়। ইমাম হিসেবে এমন ব্যক্তিকে বেছে নেওয়া উচিত, যিনি ধার্মিক ও ন্যায়পরায়ণ।

তবে যদি পরিস্থিতি এমন হয় যে লোকেরা তাকে ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং তিনি মসজিদের ইমাম হয়ে গেছেন, তাহলে তার পেছনে নামাজ পড়া শুদ্ধ হবে। সহীহ মত অনুযায়ী, এ ধরনের ব্যক্তির পেছনে নামাজ শুদ্ধ বলে গণ্য হবে, যদি লোকেরা বাধ্য হয়ে তার পেছনে নামাজ পড়ে।
তবে এমন ব্যক্তিকে ইমাম হিসেবে গ্রহণ করা শরীয়তসম্মত নয়। তাকে ইমামতির পদ থেকে সরানোর চেষ্টা করা উচিত এবং তার পরিবর্তে একজন উত্তম, ধার্মিক ও যোগ্য ব্যক্তিকে ইমাম বানানো উচিত।